Tecno Megapad 10: লঞ্চ হল নতুন ট্যাবলেট, সাথে বড় স্ক্রিন ও শক্তিশালী ব্যাটারি

Feature T&L

নতুন Tecno Megapad 10 লঞ্চ হয়েছে কয়েকটি আন্তর্জাতিক বাজারে। বড় স্ক্রিন এবং শক্তিশালী ফিচারের কারণে এই ট্যাবলেটটি ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় হতে চলেছে। এই ডিভাইসটিতে রয়েছে MediaTek Helio G80 প্রসেসর, 4 GB RAM, এবং সর্বাধিক 256 স্টোরেজ। এছাড়াও এতে দেওয়া হয়েছে 10.1 ইঞ্চির HD+ ডিসপ্লে, 7000 mAh ব্যাটারি, এবং 18 Watt ফাস্ট চার্জিং সাপোর্ট।

ফিচারস ও স্পেসিফিকেশন

Tecno Megapad 10-এর 10.1 ইঞ্চি HD+ (800×1280 pixel) ডিসপ্লে, 450 Nits পিক ব্রাইটনেস এবং 80% Screen to Body ratio দিতে সক্ষম। চোখের আরাম বজায় রাখতে Eye Comfort ModeDark Mode এর সুবিধা রয়েছে। ডিভাইসটি Android 14 ভিত্তিক HiOS Skin সহ এসেছে।

ক্যামেরা সেকশনে, পিছনে রয়েছে 13 Megapixel প্রাইমারি ক্যামেরা এবং LED ফ্ল্যাশ। সামনের দিকে 5 Megapixel ক্যামেরা দেওয়া হয়েছে, যা সেলফি এবং ভিডিও কলে কার্যকরী হবে।

এই ট্যাবলেটে Split ScreenShapeFlex Snip ফিচার দেওয়া হয়েছে, যা Screenshot কে বিভিন্ন আকৃতিতে (যেমন গোলাকার বা ত্রিভুজ) কেটে নিতে সাহায্য করে। Dual Stereo স্পিকার এই ডিভাইসের অডিও অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

ব্যাটারি ও কানেক্টিভিটি

7,000 mAh ব্যাটারি সহ এই ট্যাবলেট 2.5 ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হতে পারে এবং 8 ঘণ্টা পর্যন্ত Video Playback সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য রয়েছে 4G LTE, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.1, এবং USB Type-C পোর্ট।

রং ও উপলব্ধতা

Tecno Megapad 10 দুটি রঙে লঞ্চ হয়েছে— Champagne GoldSpace Grey। ট্যাবলেটটির ওজন 447 গ্রাম এবং মাপ 240.7 x 159.5 x 7.35 mm। ট্যাবলেটটির দাম ও উপলব্ধতা শীঘ্রই জানানো হবে।

Tecno Megapad 10 বড় স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি এবং আধুনিক ফিচারের জন্য ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করবে বলে আশা করা হচ্ছে।

এই মুহূর্তে

Jio-র নতুন ধামাকা! জলের দরে ডেটা আর AI-এর সুবিধা নিয়ে হাজির ‘Happy New Year 2026’ প্ল্যান

মাহিন্দ্রার নতুন তুরুপের তাস! XUV 7XO-এর বুকিং শুরু ১৫ ডিসেম্বর, জানুয়ারিতেই কাঁপবে রাস্তা

লাগবে না পেট্রোল-ডিজেল, দিতে হবে না চার্জ! অদ্ভুদ এক গাড়ি নিয়ে সংসদে হাজির কেন্দ্রীয় মন্ত্রী

ল্যাপটপ ফেল! ১১,০০০ টাকার কমেই কিনে নিন দুর্দান্ত পোর্টেবল মনিটর