ভারতে এল নতুন স্মার্টফোন ব্র্যান্ড – AI+, জেনে নিন বিস্তারিত

Feature T&L

ভারতের স্মার্টফোন বাজারে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রাক্তন Realme India প্রধান এবং বর্তমান HTech-এর CEO মাধব শেঠ এবার নিয়ে এলেন এক নতুন স্মার্টফোন ব্র্যান্ড – AI+। তাঁর নিজস্ব উদ্যোগ NxtQuantum Shift Technologies-এর ব্যানারে এই ব্র্যান্ডের আত্মপ্রকাশ ঘটল, আর এর মাধ্যমে ভারতীয় গ্রাহকদের জন্য এক নতুন প্রযুক্তির দিগন্ত খুলে গেল।

AI+ স্মার্টফোন: কী থাকছে এতে?

AI+ শুধুমাত্র একটি স্মার্টফোন ব্র্যান্ড নয়, এটি এক নতুন ভাবনা। মাধব শেঠ তাঁর অফিসিয়াল X হ্যান্ডেলে জানিয়েছেন, এই স্মার্টফোনে থাকবে সম্পূর্ণ নতুন NxtQuantum OS, যাতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার দিকটি সর্বাধিক গুরুত্ব পাবে।

Flipkart-এ ইতিমধ্যেই এই ফোনের লিস্টিং দেখা গিয়েছে, যেখান থেকে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই এই স্মার্টফোন পাওয়া যাবে Flipkart-সহ অন্যান্য প্ল্যাটফর্মেও।

মাধব বলেছেন, “AI+ কেবল একটি পণ্য নয়, এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি। আমরা বিশ্বাস করি ভারত প্রযুক্তিতে নেতৃত্ব দেবে।” এই ফোনটি তৈরি হবে একেবারে ভারতের মাটিতে – ডিজাইন, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং সবকিছুই দেশীয়ভাবে হবে।

Alcatel V3 Ultra নয়, একেবারে নতুন উদ্যোগ

অনেকে ভাবতে পারেন এটি Alcatel V3 Ultra-এর কোনো অংশ, কারণ মাধব শেঠ বর্তমানে Alcatel-এর সঙ্গেও যুক্ত। কিন্তু স্পষ্ট করে জানিয়ে রাখা ভালো – AI+ স্মার্টফোন একেবারে স্বতন্ত্র একটি ব্র্যান্ড। যেখানে Alcatel V3 Ultra-তে থাকবে স্টাইলাস ও রাউন্ড ক্যামেরা সেটআপ, সেখানে AI+ সম্পূর্ণ আলাদা ফিচার ও উদ্দেশ্য নিয়ে আসছে।

কবে আসছে ফোনটি?

যদিও অফিসিয়ালি লঞ্চের দিন ঘোষণা করা হয়নি, তবে Flipkart-এ লিস্টিং দেখে অনুমান করা যাচ্ছে, খুব তাড়াতাড়িই এই ফোন বাজারে আসবে। মাধব শেঠ একটি পোস্টে লিখেছেন, “From India, For All”, যা এই ব্র্যান্ডের মূল উদ্দেশ্য স্পষ্ট করে।

মাধব শেঠের নেতৃত্বে প্রযুক্তির নতুন দিগন্ত

ভারতীয় প্রযুক্তি দুনিয়ায় মাধব শেঠ একটি পরিচিত ও সম্মানিত নাম। তাঁর নতুন ব্র্যান্ড AI+ দেশের স্মার্টফোন বাজারে শুধু আধুনিক প্রযুক্তি আনবে না, বরং স্থানীয় উৎপাদনের মাধ্যমে মেড ইন ইন্ডিয়া স্বপ্নকেও বাস্তব রূপ দেবে।

যদিও এখনো পর্যন্ত AI+ ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ পায়নি, তবে এটি মাঝারি এবং প্রিমিয়াম সেগমেন্টের গ্রাহকদের টার্গেট করবে বলে মনে করা হচ্ছে। আর NxtQuantum OS দেবে নিরাপদ ও সহজ ইউজার এক্সপেরিয়েন্স।

AI+ স্মার্টফোন শুধু আরেকটা নতুন ফোন নয়, বরং এটি ভারতের প্রযুক্তিগত স্বনির্ভরতার পথে আরেকটা বড় পদক্ষেপ। মাধব শেঠের দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বে এটি হয়ে উঠতে পারে ভারতীয় গ্রাহকদের জন্য ভবিষ্যতের ‘স্মার্ট’ সঙ্গী।

আপনি কি এই নতুন ফোনের অপেক্ষায় রয়েছেন? আপনার মতামত জানাতে ভুলবেন না!

এই মুহূর্তে

Jio-র নতুন ধামাকা! জলের দরে ডেটা আর AI-এর সুবিধা নিয়ে হাজির ‘Happy New Year 2026’ প্ল্যান

মাহিন্দ্রার নতুন তুরুপের তাস! XUV 7XO-এর বুকিং শুরু ১৫ ডিসেম্বর, জানুয়ারিতেই কাঁপবে রাস্তা

লাগবে না পেট্রোল-ডিজেল, দিতে হবে না চার্জ! অদ্ভুদ এক গাড়ি নিয়ে সংসদে হাজির কেন্দ্রীয় মন্ত্রী

ল্যাপটপ ফেল! ১১,০০০ টাকার কমেই কিনে নিন দুর্দান্ত পোর্টেবল মনিটর