Vivo Pad 4 Pro: শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত প্রসেসর নিয়ে নতুন চমক এই ট্যাবলেট!

Feature T&L

চীনের বাজারে ট্যাবলেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন Vivo Pad 4 Pro। সম্প্রতি জনপ্রিয় টিপস্টার Digital Chat Station ফাঁস করেছেন এই নতুন ডিভাইসের প্রধান স্পেসিফিকেশন। চলুন জেনে নিই Vivo Pad 4 Pro সম্পর্কে বিস্তারিত।

নতুন প্রজন্মের পারফরম্যান্স

Vivo Pad 4 Pro-এ ব্যবহার করা হবে Dimensity 9400 চিপসেট, যা আগে দেখা গেছে Vivo X200, X200 Pro, Oppo Find X8 এবং Find X8 Pro এর মতো ফ্ল্যাগশিপ স্মার্টফোনে। এই চিপসেট প্রথমবারের মতো কোনো ট্যাবলেটে ব্যবহৃত হবে, যা Vivo Pad 4 Pro-কে অন্যদের থেকে আলাদা করবে।

চমৎকার ডিসপ্লে

লিক অনুযায়ী, ডিভাইসটিতে থাকবে একটি কাস্টম ডিজাইনের 13-ইঞ্চি LCD প্যানেল। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে, যা গেমিং ও মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সকে করবে আরও মসৃণ।

শক্তিশালী ব্যাটারি

Vivo Pad 4 Pro-এর অন্যতম বড় আকর্ষণ এর ব্যাটারি। ডিভাইসটির রেটেড ব্যাটারি ক্ষমতা 11,790 mAh, তবে এর টিপিক্যাল মান হতে পারে প্রায় 12,000mAh। দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে এই ব্যাটারি যথেষ্ট কার্যকর হবে।

উন্মোচনের সম্ভাব্য সময়

Vivo Pad 3 Pro এ বছরের মার্চে এবং Pad 3 জুন মাসে লঞ্চ হয়েছিল। তাই আশা করা হচ্ছে, Vivo Pad 4 Pro, 2024 সালের মার্চে বাজারে আসতে পারে। তবে, এই ডিভাইসটি শুধুমাত্র চীনের বাজারেই সীমাবদ্ধ থাকবে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই।

Vivo Pad 4 Pro-এর শক্তিশালী স্পেসিফিকেশন এই ট্যাবলেটটিকে বাজারে একটি বড় প্রতিযোগী করে তুলতে পারে। বিশেষ করে Dimensity 9400 চিপসেট এবং 12,000mAh ব্যাটারি ডিভাইসটিকে ব্যবহারকারীদের পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারে। এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন।

এই মুহূর্তে

Jio-র নতুন ধামাকা! জলের দরে ডেটা আর AI-এর সুবিধা নিয়ে হাজির ‘Happy New Year 2026’ প্ল্যান

মাহিন্দ্রার নতুন তুরুপের তাস! XUV 7XO-এর বুকিং শুরু ১৫ ডিসেম্বর, জানুয়ারিতেই কাঁপবে রাস্তা

লাগবে না পেট্রোল-ডিজেল, দিতে হবে না চার্জ! অদ্ভুদ এক গাড়ি নিয়ে সংসদে হাজির কেন্দ্রীয় মন্ত্রী

ল্যাপটপ ফেল! ১১,০০০ টাকার কমেই কিনে নিন দুর্দান্ত পোর্টেবল মনিটর