আজই ভারতে আসছে Realme-র নতুন ‘ব্যাটারি মনস্টার’! লঞ্চ হচ্ছে Narzo 90 ও 90x 5G

Realme Narzo 90 series 5G

স্মার্টফোন প্রেমীদের জন্য মঙ্গলবার দিনটা সত্যিই স্পেশাল! দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি Realme আজ ভারতে লঞ্চ করতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত Narzo 90 সিরিজ। এই সিরিজের দুটি শক্তিশালী ফোন বাজারে আসছে—Realme Narzo 90 5G এবং Realme Narzo 90x 5G। আজ দুপুর 12টায় অফিশিয়ালি এই ফোনগুলোর ওপর থেকে পর্দা সরবে।

শোনা যাচ্ছে, এই নতুন ফোনগুলো মিড-রেঞ্জ বাজেটে একপ্রকার ঝড় তুলতে চলেছে। কেন? কারণ এতে থাকছে বিশাল ব্যাটারি, সুপার-ফাস্ট চার্জিং আর লেটেস্ট AI ফিচার। চলুন, লঞ্চের আগেই জেনে নিই এই ফোনগুলোর খুঁটিনাটি।

সম্ভাব্য দাম

টেক দুনিয়ার খবর অনুযায়ী, Realme Narzo 90 5G-এর দাম শুরু হতে পারে 17,999 টাকা থেকে (ইন্ট্রোডাক্টরি অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)। অন্যদিকে, বাজেট ফ্রেন্ডলি অপশন হিসেবে Realme Narzo 90x 5G পাওয়া যেতে পারে মাত্র 14,999 টাকায় (অফার সহ)। ফোনগুলো কেনা যাবে ই-কমার্স সাইট Amazon এবং Realme India Store থেকে। ইতিমধ্যে Amazon-এ এই ফোনের জন্য একটি বিশেষ মাইক্রোসাইটও চালু হয়ে গেছে।

ব্যাটারি নয়, যেন পাওয়ার হাউস!

এই সিরিজের সবথেকে বড় চমক হলো এর ব্যাটারি। দুটি ফোনেই থাকছে 7,000 mAh-এর বিশাল “টাইটান ব্যাটারি”। সঙ্গে থাকছে 60W ফাস্ট চার্জিং সাপোর্ট। কোম্পানির দাবি অনুযায়ী:

  • Narzo 90 5G-তে এক চার্জে টানা 8 ঘণ্টার বেশি গেমিং, 24 ঘণ্টা অনলাইন ভিডিও স্ট্রিমিং বা 143 ঘণ্টা মিউজিক শোনা যাবে।
  • Narzo 90x 5G-তে মিলবে 61 ঘণ্টা কলিং টাইম, 23 ঘণ্টা ভিডিও প্লেব্যাক অথবা 17 ঘণ্টা নেভিগেশন সুবিধা। অর্থাৎ, চার্জার সাথে নিয়ে ঘোরার দিন শেষ!

ডিসপ্লে ও ডিজাইন: স্লিম এবং ব্রাইট

এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও Realme Narzo 90 5G ডিজাইন করা হয়েছে খুবই স্লিম ভাবে—মাত্র 7.79 mm পুরু এবং ওজন 181 gram। ডিসপ্লের ক্ষেত্রেও কোনো আপস করা হয়নি:

  • Narzo 90 5G-তে থাকছে 4,000 nits পিক ব্রাইটনেস, যা কড়া রোদেও স্ক্রিন দেখতে সাহায্য করবে।
  • Narzo 90x 5G গেমারদের জন্য সেরা হতে পারে, কারণ এতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 1,200 nits ব্রাইটনেস।

ক্যামেরা ও AI-এর জাদু

ফটোগ্রাফির জন্য দুটি মডেলেই থাকছে 50 Megapixel-এর প্রাইমারি ব্যাক ক্যামেরা। তবে সাধারণ ছবির বাইরেও এতে যুক্ত হয়েছে অত্যাধুনিক AI ফিচার। AI Edit Genie, AI Eraser এবং AI Ultra Clarity-র মতো টুলের সাহায্যে ছবি থেকে অবাঞ্ছিত বস্তু সরানো বা ঝাপসা ছবি ক্লিয়ার করা যাবে এক নিমেষেই।

সব মিলিয়ে, Realme Narzo 90 সিরিজ পারফরম্যান্সের এক দারুণ প্যাকেজ হতে চলেছে। আপনি যদি দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ভালো পারফরম্যান্সের খোঁজে থাকেন, তবে আজ দুপুর 12টার লঞ্চ ইভেন্টের দিকে নজর রাখতেই পারেন।

এই মুহূর্তে

খারাপ খবর! Google-এর সিদ্ধান্তে বন্ধ হচ্ছে জনপ্রিয় এই টুল, আপনি কি করবেন?

আইফোনের দামে বাড়িতে আনুন হিউম্যানয়েড রোবট – হাঁটবে, কথা বলবে, এমনকি নাচবেও!

আজই ভারতে আসছে Realme-র নতুন ‘ব্যাটারি মনস্টার’! লঞ্চ হচ্ছে Narzo 90 ও 90x 5G

রাজা ফিরছে রাজকীয় মেজাজে! 26 January ভারতে লঞ্চ হচ্ছে নতুন Renault Duster, থাকছে ফাটাফাটি ফিচারস