আকাশ কাঁপাবে ‘অপারেশন সিঁদুরের’-এর নায়করা! গণতন্ত্র দিবসে প্রথমবার মার্চ করবে দুর্ধর্ষ ‘ভৈরব ব্যাটেলিয়ন’

republic day parade

এবারের গণতন্ত্র দিবস হতে চলেছে ভারতের সামরিক ইতিহাসের এক অন্যতম সাক্ষী। কর্তব্য পথের ওপর দিয়ে যখন যুদ্ধবিমানগুলো উড়ে যাবে, তখন শুধু ইঞ্জিনের গর্জন শোনা যাবে না, শোনা যাবে ভারতের প্রতিশোধের গল্প। এবারের প্যারেডের মূল আকর্ষণ হতে চলেছে সেইসব যুদ্ধবিমান, যারা কিছুদিন আগেই ‘অপারেশন সিঁদুর-এর মাধ্যমে শত্রুর ডেরায় ঢুকে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়ে এসেছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এবারের এই শক্তি প্রদর্শন গোটা বিশ্বের নজর কাড়বে। পহেলগাঁও হামলার পর ভারত যেভাবে পাল্টা আঘাত হেনেছিল, তার জীবন্ত প্রমাণ এই কুচকাওয়াজ।

আকাশে ‘Sindur Formation’-এর দাপট

অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় বায়ুসেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের (POK) গভীরে ঢুকে জঙ্গি ঘাঁটি এবং স্ট্র্যাটেজিক লোকেশনগুলো গুঁড়িয়ে দিয়েছিল। পাকিস্তান যখন পালটা জবাব দেওয়ার চেষ্টা করেছিল, ভারত তখন দ্বিগুণ শক্তিতে তাদের প্রতিহত করে। ভারতীয় বায়ুসেনার সেই অপারেশনাল শ্রেষ্ঠত্বকেই সম্মান জানাতে এবার আকাশে তৈরি হবে বিশেষ ‘Sindur Formation’

এই ঐতিহাসিক ফ্লাইপাস্টে অংশ নেবে:

  • Rafale

  • Sukhoi

  • Jaguar

  • MiG-29

এছাড়াও প্রায় অর্ধেক ডজনেরও বেশি কম্ব্যাট এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং ট্রান্সপোর্ট বিমান বিভিন্ন ফর্মেশনে আকাশ চিরে উড়ে যাবে। এই দৃশ্য দেখে গর্বে বুক ভরে উঠবে প্রতিটি ভারতবাসীর।

মাটিতে ‘ভৈরব ব্যাটেলিয়ন’-এর অভিষেক

আকাশের পাশাপাশি মাটিতেও থাকছে বড় চমক। এই প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মার্চ করে সুপ্রিম কমান্ডারকে স্যালুট জানাবে ভারতীয় সেনার নতুন গর্ব – ভৈরব ব্যাটেলিয়ন

অপারেশন সিঁদুর’ সফল হওয়ার ঠিক পরেই সেনাপ্রধান বা আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কার্গিল থেকে এই বিশেষ ‘লাইট কমান্ডো ব্যাটালিয়ন’ তৈরির ঘোষণা করেছিলেন।

  • ইতিমধ্যেই 5টি ভৈরব ব্যাটেলিয়ন প্রস্তুত হয়ে গেছে।

  • আগামী 6 মাসের মধ্যে মোট 25টি ব্যাটালিয়ন তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

  • প্রতিটি ব্যাটালিয়নে থাকছে প্রায় 250 জন করে এলিট সোলজার বা কমান্ডো

এই সৈন্যরা বিদ্যুৎ গতিতে হামলা চালাতে, অতর্কিত আক্রমণ করতে এবং কঠিন পরিস্থিতিতে হাই-ইমপ্যাক্ট অপারেশন চালাতে বিশেষভাবে প্রশিক্ষিত। দিল্লির রাজপথে নামার আগে, জয়পুরে অনুষ্ঠিত হতে চলা আর্মি ডে প্যারেডেও এদের শক্তি প্রদর্শন করতে দেখা যাবে।

এবারের প্রজাতন্ত্র দিবস ২০২৬ তাই কেবল একটি বার্ষিক অনুষ্ঠান নয়। এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি এবং সামরিক প্রস্তুতির এক জলজ্যান্ত বার্তা। আকাশ থেকে মাটি—সর্বত্রই ভারত যে আজ অপ্রতিরোধ্য, অপারেশন সিঁদুর’-এর বীর যোদ্ধারা এবং নতুন ‘ভৈরব ব্যাটেলিয়ন’ সেটাই প্রমাণ করে দেবে।

এই মুহূর্তে

আকাশ থেকে নিখুঁত আঘাত! ভারতের হাতে আসছে ১০০০টি ‘রাফায়েল স্পাইস’ মিসাইল, চিন্তায় পড়শী দেশগুলি

৩ থেকে ৫ লাখ টাকাতেই বাড়ির সামনে নতুন গাড়ি! মাইলেজ ৩৪ কিমি-মধ্যবিত্তের স্বপ্নপূরণের সেরা ৫টি অপশন

Amazon Sale 2026: বছরের শুরুতেই ধামাকা! iPhone থেকে AC – কখন পাবেন সেরা ডিসকাউন্ট? রইল পুরো ক্যালেন্ডার

Vivo-র নতুন ধামাকা! বিশাল ব্যাটারি আর দুর্দান্ত স্টোরেজ নিয়ে এল Vivo Y500i, দাম জানলে অবাক হবেন