রাজা ফিরছে রাজকীয় মেজাজে! 26 January ভারতে লঞ্চ হচ্ছে নতুন Renault Duster, থাকছে ফাটাফাটি ফিচারস

2026 Renault Duster

দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান! ভারতীয় রাস্তায় ফের দাপিয়ে বেড়াতে ফিরছে Renault-এর আইকনিক SUV—Duster। তবে এবার আর পুরোনো লুকে নয়, একেবারে নতুন অবতারে, আরও স্মার্ট আর প্রিমিয়াম হয়ে। কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, আগামী 26 January, 2026 অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনই লঞ্চ হবে নতুন প্রজন্মের 2026 Renault Duster। গাড়িপ্রেমীদের জন্য এর চেয়ে ভালো প্রজাতন্ত্র দিবসের উপহার আর কী হতে পারে?

ডিজাইন: এক আধুনিক অ্যাডভেঞ্চারার

এবারের Duster-এর ডিজাইন দেখলেই মনে হবে এটি অফ-রোড এবং সিটি ড্রাইভ—উভয়ের জন্যই প্রস্তুত। গাড়ির সামনে জ্বলজ্বল করছে Y-shaped DRL লাইট, সাথে মোটা কালো হুইল আর্চ ক্ল্যাডিং গাড়িটিকে এক মাসকুলার লুক দিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে নতুন ডিজাইনের Alloy Wheels। বাইরের মতো ভিতরটাও বেশ প্রিমিয়াম। সম্পূর্ণ ব্ল্যাক থিম ইন্টিরিয়রের সাথে থাকছে Leatherette Upholstery এবং গরমের জন্য আরামদায়ক Ventilated Seats। তবে সবথেকে বড় চমক হলো Panoramic Sunroof! যা আগের মডেলে ছিল না, এবার লং ড্রাইভে আকাশ দেখার মজাই হবে আলাদা।

ফিচার ও সেফটি: প্রযুক্তির বিচারে সেরা

নতুন Duster এখন একটি পুরোদস্তুর ‘কানেক্টেড কার’। ড্যাশবোর্ডে থাকছে বিশাল 10.1 inch টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং চালকের জন্য 7 inch ডিজিটাল ড্রাইভার্স ডিসপ্লে। তার বা ঝঞ্জাবাট ছাড়াই Wireless Android AutoApple CarPlay ব্যবহারের সুবিধা তো থাকছেই।

সুরক্ষার দিক থেকে Renault এবার কোনো আপস করেনি। এই গাড়িতে দেওয়া হয়েছে Level-2 ADAS (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেম)। যার ফলে Lane-keep Assist, Adaptive Cruise Control, Blind-spot Detection এবং Autonomous Emergency Braking-এর মতো হাই-টেক সেফটি ফিচারগুলো পাওয়া যাবে। এছাড়াও 6 Airbags, 360 Degree Camera, Dual-zone Climate Control, Powered Driver’s Seat এবং Wireless Charger থাকছে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

নতুন Duster তৈরি হয়েছে আধুনিক CMF-B Platform-এর ওপর। যদিও ইঞ্জিনের ব্যাপারে Renault এখনও সবটা খোলসা করেনি, তবে অটো-এক্সপার্টদের মতে এতে থাকতে পারে শক্তিশালী 1.3 Litre Turbo Petrol ইঞ্জিন (যা 156 BHP পাওয়ার দেবে)। এর সাথে 1.0 Litre Turbo এবং 1.5 Litre NA Petrol অপশনও থাকতে পারে। আর সবথেকে বড় খবর হলো, এতে Strong Hybrid পাওয়ারট্রেইন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, যা মাইলেজ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে। থাকছে অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধাও।

দাম ও প্রতিযোগিতা

অনুমান করা হচ্ছে, নতুন Duster-এর দাম শুরু হতে পারে 14 Lakh টাকা থেকে এবং টপ মডেলের দাম যেতে পারে 23 Lakh টাকা পর্যন্ত। বাজারে এটি সরাসরি টক্কর দেবে Hyundai Creta, Kia Seltos এবং Skoda Kushaq-এর মতো হেভিওয়েটদের।

এই মুহূর্তে

খারাপ খবর! Google-এর সিদ্ধান্তে বন্ধ হচ্ছে জনপ্রিয় এই টুল, আপনি কি করবেন?

আইফোনের দামে বাড়িতে আনুন হিউম্যানয়েড রোবট – হাঁটবে, কথা বলবে, এমনকি নাচবেও!

আজই ভারতে আসছে Realme-র নতুন ‘ব্যাটারি মনস্টার’! লঞ্চ হচ্ছে Narzo 90 ও 90x 5G

রাজা ফিরছে রাজকীয় মেজাজে! 26 January ভারতে লঞ্চ হচ্ছে নতুন Renault Duster, থাকছে ফাটাফাটি ফিচারস