লাইট, ক্যামেরা, অ্যাকশন নেই, নেই অভিনেতা, Tata-র নতুন বিজ্ঞাপন ঘিরে তোলপাড়

Feature T&L

সোশ্যাল মিডিয়া হোক বা টেলিভিশন, একটি বিজ্ঞাপন ঘিরে উৎসাহ বেড়েই চলেছে। না আছে কোনো অভিনেতা, না আছে ক্যামেরার ঝলকানি, নেই কোনো শুটিং স্পট—সবটাই তৈরি Artificial Intelligence (AI)-এর সাহায্যে! ভারতে বিজ্ঞাপনের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে Tata Consumer Products। তাদের জনপ্রিয় energy drink Tata Gluco+-এর নতুন বিজ্ঞাপন একেবারে অন্যরকম।

এই অভিনব বিজ্ঞাপনটি তৈরি করেছে RAIDS Studio, আর পুরো পরিকল্পনাটাই যেন প্রযুক্তির সঙ্গে সৃজনশীলতার জাদুকরী মেলবন্ধন। RAIDS Studio-র এক্সিকিউটিভ ডিরেক্টর Carol Goel জানিয়েছেন, “এই AI বিজ্ঞাপন শুধু দেখতে সুন্দর নয়, এর ভেতরের গল্পটাও গভীর, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।”

‘Piyo Goodness, Karo Greatness’—এই বার্তাকে সামনে রেখে Tata Gluco+ তুলে ধরছে তাদের মূল ব্র্যান্ড ভ্যালু, শরীরের জন্য ভালো কিছু পান করে জীবনে বড় কিছু করো।

টাটার নতুন স্ট্রাটেজি

Tata Consumer Products-এর RTD (Ready-To-Drink) ইউনিটের প্রেসিডেন্ট Partha Biswas বলেন, “আজকের যুগে কাস্টমার শুধু পণ্যের কার্যকারিতা দেখে না, তারা ব্র্যান্ডের দৃষ্টিভঙ্গিও দেখতে চায়। এই AI-চালিত গল্প সেই দিক থেকে যুগোপযোগী।”

তিনি আরও বলেন, “এই কৌশল আমাদের ব্র্যান্ডকে তরুণ প্রজন্মের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করবে।”

ব্র্যান্ডিংয়ের নতুন দিগন্ত

এই প্রজেক্টের সৃজনশীলতার দ্বায়িত্ব ছিল Wunderman Thompson পর। তাদের Chief Creative Officer Senthil Kumar বলেন, “এনার্জি ড্রিঙ্ক এখন শুধু ‘এনার্জি’র প্রশ্ন নয়, ব্র্যান্ডের মানবিকতা, দায়িত্ববোধও বিবেচনা করে। এই বিজ্ঞাপন সেই দায়িত্ববোধের গল্পও বলে।”

সোশ্যাল মিডিয়ায় হইচই

X Platform-এ এই বিজ্ঞাপন নিয়ে রীতিমতো ঝড় উঠেছে। এক ব্যবহারকারী লিখেছেন, “এই বিজ্ঞাপনটা দেখে আমি থ! AI দিয়ে বানানো, অথচ এত প্রাণবন্ত!” আরেকজনের মতে, “এটাই ভবিষ্যতের বিজ্ঞাপন। আবারও টাটা দেখিয়ে দিল পথ।”

এই বিজ্ঞাপন ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে।

এই AI-নির্ভর বিজ্ঞাপনটা এক “tech meets storytelling” মুহূর্ত। এটা প্রমাণ করে, AI কেবলমাত্র ক্যালকুলেশন বা অটোমেশন নয়, এটা এক নতুন কল্পনার হাতিয়ারও বটে।

Tata Gluco+-এর এই সাহসী পদক্ষেপ দেশের বিজ্ঞাপন জগতে এক নতুন যুগের সূচনা করল। অন্য ব্র্যান্ডগুলির কাছেও এটা এক দিশা, কীভাবে AI ব্যবহার করে আধুনিক গ্রাহকদের কাছে আরও ব্যক্তিগতভাবে পৌঁছানো যায়।

এই বিজ্ঞাপন এক কথায় বিজ্ঞাপনের ভবিষ্যৎ—যেখানে প্রযুক্তি আর মানবিক আবেগ মিলেমিশে গড়ে তুলছে আগামী দিনের গল্প।

এই মুহূর্তে

আজই ভারতে আসছে Realme-র নতুন ‘ব্যাটারি মনস্টার’! লঞ্চ হচ্ছে Narzo 90 ও 90x 5G

রাজা ফিরছে রাজকীয় মেজাজে! 26 January ভারতে লঞ্চ হচ্ছে নতুন Renault Duster, থাকছে ফাটাফাটি ফিচারস

স্মার্টফোনের বাজারে নতুন হিরো! 6500 mAh ব্যাটারি আর দুর্দান্ত ক্যামেরা নিয়ে লঞ্চ হলো Oppo Reno 15c

Jio-র নতুন ধামাকা! জলের দরে ডেটা আর AI-এর সুবিধা নিয়ে হাজির ‘Happy New Year 2026’ প্ল্যান