প্রকৃতি আর প্রিমিয়াম ডিজাইনের মেলবন্ধন! Realme 16 Pro Series আনছে ‘Urban Wild Design’-এর চমক

Realme 16 Pro Series

স্মার্টফোনের দুনিয়ায় ফের নতুন গুঞ্জন। প্রযুক্তি আর নান্দনিকতার মিশেলে Realme তাদের আসন্ন Realme 16 Pro Series-এ এমন এক চমক নিয়ে এল, যা দেখে চোখ ফেরানো দায়। দীর্ঘ তিন বছর পর আবারও ফিরল সেই আইকনিক জুটি! জাপানের বিশ্ববিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার Naoto Fukasawa-র জাদুকরী ছোঁয়ায় তৈরি হয়েছে এই সিরিজের নতুন ‘আরবান ওয়াইল্ড ডিজাইন’ (Urban Wild Design)।

প্রকৃতি যখন প্রযুক্তির ক্যানভাসে

এটি Realme এবং Naoto Fukasawa-র পঞ্চম যৌথ প্রজেক্ট, তবে মেইন নম্বর সিরিজে এই প্রথম এমন মাস্টারপিস দেখা যাবে। এর আগে Realme X, Realme X2 Pro, Realme GT এবং Realme GT 2 Pro-র মতো আইকনিক ফোনগুলোতে আমরা তাঁদের কাজের জাদু দেখেছি।

কিন্তু কী এই ‘আরবান ওয়াইল্ড’? সহজ কথায়, শহরের যান্ত্রিক ব্যস্ততার মাঝে প্রকৃতির মুক্ত বাতাসকে খুঁজে পাওয়া। ডিজাইনারের ভাবনায় উঠে এসেছে দিগন্তজোড়া গমের ক্ষেতে বাতাসের দোলা কিংবা নদীর জলে ক্ষয়ে যাওয়া মসৃণ পাথরের স্পর্শ—ঠিক সেই অনুভূতিই এবার উঠে এসেছে আপনার হাতের মুঠোয় থাকা ফোনটিতে। ফোনটি হাতে নিলেই মনে হবে, এটি যন্ত্র নয়, প্রকৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ।

পরিবেশবান্ধব ও ফিউচারিস্টিক মেটেরিয়াল

ডিজাইনের পাশাপাশি উপাদানেও এসেছে বিপ্লব। Realme এই সিরিজে ব্যবহার করেছে ইন্ডাস্ট্রি-ফার্স্ট ‘বায়ো-বেসড অর্গানিক সিলিকন’ মেটেরিয়াল। গাছের খড় থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি এই উপাদানটি যেমন পরিবেশবান্ধব, তেমনই মানুষের ত্বকের জন্য নিরাপদ। এটি নরম, ইলাস্টিক এবং টেকসই। ধুলো, বালি, স্ক্র্যাচ বা ব্যাকটেরিয়া—সব কিছু থেকেই ফোনকে সুরক্ষিত রাখবে এই বিশেষ স্কিন।

ফোনের আরগোনোমিক্স বা গঠনের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। এর ‘অল-নেচার কার্ভ’ ডিজাইন ফোনটির পিছন থেকে ফ্রেম এবং ডিসপ্লে পর্যন্ত এক মসৃণ কার্ভ লাইন তৈরি করেছে। মাত্র 8.49 mm পুরু এই ফোনটি হাতে ধরলে এক অদ্ভুত আরাম অনুভব হয়।

রাজকীয় ক্যামেরা ডিজাইন

ফোনের পিছনের ক্যামেরা মডিউলেও রয়েছে আভিজাত্যের ছাপ। লাক্সারি পিভিডি (PVD) ক্রাফট এবং ন্যানোস্কেল মেটাল কোটিং ব্যবহার করে তৈরি ‘ভলক্যানিক ক্যামেরা ডেকো’ ডিজাইনটি ফোনটিকে একটি দামি হাতঘড়ির মতো প্রিমিয়াম ও চকচকে লুক দিয়েছে।

রঙের মেলা: প্রকৃতি থেকে সংগৃহীত

রঙের ক্ষেত্রেও ডিজাইনার প্রকৃতির আসল রূপ তুলে ধরেছেন। ‘মাস্টার ডিজাইন কালার’-এর অধীনে পাওয়া যাবে অসাধারণ কিছু শেড:

  • Master Gold: সোনালি গমের ক্ষেতের উষ্ণতা মাখা এই রঙটি Realme 16 Pro+ এবং Realme 16 Pro—উভয় মডেলেই মিলবে।
  • Master Gray: নদীর পাথরের মতো শান্ত ও মসৃণ এই রঙটি এক্সক্লুসিভলি Realme 16 Pro+ মডেলে থাকবে।
  • Camellia Pink: ভারতীয় উৎসবের মেজাজ ও ফুলের স্নিগ্ধতা নিয়ে এই রঙটিও থাকছে শুধু Realme 16 Pro+ মডেলে।
  • Orchid Purple: উৎসবের আনন্দ ও রঙের ছটা নিয়ে এই ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে Realme 16 Pro মডেলে।

সব মিলিয়ে, Realme আবারও প্রমাণ করে দিল যে প্রযুক্তির চরম উৎকর্ষ আর প্রকৃতির স্নিগ্ধতা—দুটোকেই একসাথে একই ক্যানভাসে আনা সম্ভব। স্টাইল স্টেটমেন্ট হিসেবে Realme 16 Pro Series যে নতুন ট্রেন্ড সেট করতে চলেছে, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে

ইলন মাস্ক-এর সম্পত্তির কাছে হার মানল বেজোস-জুকারবার্গের মোট আয়, গড়লেন নতুন রেকর্ড

ভারতকে Google-এর ক্রিস্টমাস গিফট: গবেষণার জন্য $8 Million ডলারের বিশাল অনুদান!

ভারতীয় ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির বিরাট সুযোগ! পথ চলা শুরু ‘Reliance Intelligence’-এর

প্রকৃতি আর প্রিমিয়াম ডিজাইনের মেলবন্ধন! Realme 16 Pro Series আনছে ‘Urban Wild Design’-এর চমক