স্মার্টফোনের বাজারে নতুন হিরো! 6500 mAh ব্যাটারি আর দুর্দান্ত ক্যামেরা নিয়ে লঞ্চ হলো Oppo Reno 15c

Oppo Reno 15c

প্রযুক্তির দুনিয়ায় আজ ফের নতুন চমক। স্মার্টফোন প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চিনে লঞ্চ হয়ে গেল Oppo-র নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন—Oppo Reno 15c। স্লিম ডিজাইন, শক্তিশালী প্রসেসর আর বিশাল ব্যাটারির এই কম্বিনেশন দেখে টেক-বিশেষজ্ঞরা বলছেন, মিড-রেঞ্জ সেগমেন্টে এটি এক বড়সড় ঝড় তুলতে চলেছে। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকছে এই নতুন ডিভাইসে।

পকেটে কতটা চাপ পড়বে?

সবার আগে আসা যাক দামের কথায়। আপাতত চিনের বাজারে লঞ্চ হওয়া এই ফোনটির 12 GB RAM + 256 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 2,899 Chinese Yuan, যা ভারতীয় মুদ্রায় প্রায় 37,000 টাকার কাছাকাছি। অন্যদিকে, টপ মডেল অর্থাৎ 12 GB + 512 GB ভার্সনটির দাম 3,199 Chinese Yuan (প্রায় 41,000 টাকা)। যদিও ভারতে এর অফিসিয়াল লঞ্চের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি Oppo, তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই ভারতের বাজারেও এটি ধামাকা করতে আসবে এবং দামও বেশ প্রতিযোগিতামূলক হবে।

ডিসপ্লে এবং পারফরম্যান্স: গেমারদের জন্য সুখবর

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.59 inch Full-HD+ AMOLED ডিসপ্লে। রোদে দাঁড়িয়ে ফোন ঘাঁটলেও কোনো সমস্যা হবে না, কারণ এতে রয়েছে 1200 nits পিক ব্রাইটনেস। আর যাঁরা ফোনে গেম খেলতে ভালোবাসেন, তাঁদের জন্য এর 120 Hz রিফ্রেশ রেট এবং 240 Hz টাচ স্যাম্পলিং রেট একেবারে মাখনের মতো অভিজ্ঞতা দেবে।

পারফরম্যান্সের দিক থেকেও এটি কোনো অংশে কম নয়। ফোনের ভিতরে রয়েছে শক্তিশালী Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট এবং গ্রাফিক্সের জন্য Adreno 722 GPU। এর সাথে 12 GB RAM এবং 512 GB UFS 3.1 স্টোরেজ থাকায় মাল্টিটাস্কিং বা ভারী অ্যাপ চালাতে ল্যাগ হওয়ার কোনো প্রশ্নই নেই।

ক্যামেরা: ফটোগ্রাফারদের নতুন পছন্দ

Oppo মানেই দুর্দান্ত ক্যামেরা, আর Reno 15c-তেও তার ব্যতিক্রম হয়নি। ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ:

১. 50 Megapixel মেইন ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা (সাথে OIS সাপোর্ট) ।

২. 50 Megapixel টেলিফটো লেন্স (OIS জুমের জন্য) ।

৩. 8 Megapixel আল্ট্রা-ওয়াইড লেন্স।

সেলফি এবং ইনস্টাগ্রাম রিলস তৈরির জন্য সামনেও দেওয়া হয়েছে 50 Megapixel-এর শক্তিশালী ক্যামেরা। অর্থাৎ, ক্রিস্টাল ক্লিয়ার ছবি বা ভিডিও—সবই এখন হাতের মুঠোয়।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

এই ফোনের সবথেকে বড় ইউএসপি (USP) হলো এর ব্যাটারি। স্লিম বডি হওয়া সত্ত্বেও এতে রয়েছে বিশাল 6,500 mAh ব্যাটারি। কোম্পানির দাবি, সাধারণ ব্যবহারে এটি অনায়াসেই দু-তিন দিন চলে যাবে। আর চার্জ শেষ হলে? চিন্তার কিছু নেই, 80 Watt ফাস্ট চার্জিং সাপোর্টের দৌলতে ফোন চার্জ হবে চোখের পলকে।

সফটওয়্যার হিসেবে এতে থাকছে লেটেস্ট Android 16 ভিত্তিক ColorOS 16.0। ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য ফোনটি IP66/68/69 রেটিং পেয়েছে। এছাড়া ইন-ডিসপ্লে আল্ট্রাসাউন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC, Wi-Fi 6 এবং Bluetooth-এর মতো সব আধুনিক সুবিধাই এতে মজুত।

মাত্র 197 gram ওজনের এই ফোনটি Aurora Blue, College Blue এবং Starlight Bow—এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। সব মিলিয়ে, আপনি যদি এমন একটি ফোন খুঁজছেন যা দেখতে স্টাইলিশ এবং কাজেও পাওয়ারফুল, তবে Oppo Reno 15c আপনার পরবর্তী পছন্দ হতেই পারে। এখন শুধু ভারতে লঞ্চ হওয়ার অপেক্ষা!

এই মুহূর্তে

প্রকৃতি আর প্রিমিয়াম ডিজাইনের মেলবন্ধন! Realme 16 Pro Series আনছে ‘Urban Wild Design’-এর চমক

খারাপ খবর! Google-এর সিদ্ধান্তে বন্ধ হচ্ছে জনপ্রিয় এই টুল, আপনি কি করবেন?

আইফোনের দামে বাড়িতে আনুন হিউম্যানয়েড রোবট – হাঁটবে, কথা বলবে, এমনকি নাচবেও!

আজই ভারতে আসছে Realme-র নতুন ‘ব্যাটারি মনস্টার’! লঞ্চ হচ্ছে Narzo 90 ও 90x 5G